Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবছর ৪ লাখ বিদেশি শ্রমিক নিতে চায় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ১৬:৩৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৮:৩৮

প্রতিবছর ৪ লাখ বিদেশি দক্ষ কর্মীকে ভিসা দিতে চায় জার্মানি। দেশটির জনসংখ্যাগত এবং শ্রমখাতে সৃষ্ট ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এমন সিদ্ধান্তের কথা ভাবছে নতুন জোট সরকার। রয়টার্সের খবর।

সরকারের জোটসঙ্গী ফ্রি ডেমোক্র্যাটস এর পার্লামেন্ট নেতা ক্রিশ্চিয়ান ড্যুয়ার ব্যবসা বিষয়ক ম্যাগাজিন উইর্টশাফ্টসওচেকে বলেন, ‘দক্ষ কর্মীর ঘাটতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, এটি আমাদের অর্থনীতিকে শ্লথ করে দিয়েছে। আমাদের শ্রম খাতের বয়স বাড়ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র একটি আধুনিক অভিবাসন নীতির মাধ্যমে জনবলের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারি। যত দ্রুত সম্ভব বিদেশ থেকে প্রতি বছর ৪ লাখ দক্ষ শ্রমিক আনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে।’

উল্লেখ্য যে, জার্মান ইকোনমিক ইনস্টিটিউট এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরে দেশটিতে ৩ লাখের বেশি শ্রমিকের ঘাটতি তৈরি হবে। দেশটির শ্রম বাজারে তরুণ কর্মী প্রবেশের তুলনায় বৃদ্ধ কর্মীদের অবসরের হার বেশি।

জার্মান ইকোনমিক ইনস্টিটিউট এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরে দেশটিতে ৩ লাখের বেশি শ্রমিকের ঘাটতি তৈরি হবে। দেশটির শ্রমবাজারে তরুণ কর্মী প্রবেশের তুলনায় বৃদ্ধ কর্মীদের অবসরের হার বেশি। ২০২৯ সাল নাগাদ এই ঘাটতি বছরে ৬ লাখ ৫০ হাজারে পৌঁছাবে।

করোনাভাইরাস মহামারির মধ্যেও গত বছর জার্মানিতে কর্মসংস্থান বেড়ে সাড়ে ৪ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে, জার্মানিতে কয়েক দশকের নিম্ন জন্মহার ও অসম অভিবাসনের পর বর্তমানে শ্রমশক্তি ব্যাপকমাত্রায় সঙ্কুচিত হয়ে পড়েছে।

সারাবাংলা/আইই

জার্মানি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর