Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত শনিবার, ক্লাস-পরীক্ষা অনলাইনে

বেরোবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৬:৩৭

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও আবাসিক হল বন্ধ থাকবে কি না, সে বিষয়ে আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) সিদ্ধান্ত নেওযা হবে। তবে সেশনজটের ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপউপাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বন্ধ থাকবে কি না, এ বিষয়ে আগামীকাল (২২ জানুয়ারি) শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের আগে থেকেই অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমোদন নেওয়াই আছে। পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা অফলাইনে ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবাসিক হল খোলা রাখার বিষয়ে উপউপাচার্য বলেন, হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। একাডেমিক কাউন্সিলের জরুরি মিটিংয়েই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর একাডেমিক কমিটির ৩৫তম সভায় সশরীরে (অফলাইন) উপস্থিতির পাশাপাশি অনলাইনেও সব পরীক্ষা নেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/টিআর

অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর