পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ডে ৩৯২ জনের ফল পরিবর্তন
২১ জানুয়ারি ২০২২ ১৮:০৮
বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ এ পেয়েছেন ৩০ জন, গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু জিপিএ-৫ এ উন্নীত হয়নি ১১৩ জনের। আর ফেল থেকে পাস করেছেন ২৪৯ জন পরীক্ষার্থী।
শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড চেয়ারম্যান ও কন্ট্রোলার স্বাক্ষরিত পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয়।’
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।
সারাবাংলা/এমও