Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব শোষণের আরেক অস্ত্র: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৯:৪৩

ঢাকা: গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাবকে ‘শোষণের আরেক অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আখ্যা দেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ আলোচনা সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের শোষণ করছে। গ্যাসের দাম বৃদ্ধির জন্য যে প্রস্তাব করা হয়েছে, সেটি শোষণের আরেক অস্ত্র। আমরা এই সভা থেকে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি। তারা (আওয়ামী লীগ সরকার) জনগণের সরকার নয়। তারা তেলের দাম বৃদ্ধি করছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, জনগণের পকেট থেকে টাকা নিয়ে বড় বড় প্রজেক্ট করে বিদেশে টাকা পাচার করছে। আমরা পরিষ্কার করে বলেতে চাই, গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। তার প্রমাণ— ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচন গিয়েছিলাম। কিন্তু যখন তারা (আওয়ামী লীগ) দেখল, জনগণ ভোট দিতে পারলে তাদের (আওয়ামী লীগ) অস্তিত্ব থাকবে না। তখন তারা প্রশাসন দিয়ে ভোট ডাকাতি করল। এভাবে তারা বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা তিনি বলেন, ‘এই সরকার নানাভাবে আমাদের মিটিং-মিছিলে বাধা দিচ্ছে। তাই আমরা বাধ্য হচ্ছি সীমিতভাবে এই মিটিং করতে। আমাদের কথাগুলো যেন জনগণের কাছে না পৌঁছে, দেশ-বিদেশের মানুষের কাছে না যায়, তার সব ব্যবস্থা পাকা করছে এই সরকার। কিন্তু এগুলো করে কোনো লাভ হয়নি। আমেরিকার গণতান্ত্রিক সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই, সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই, সেই দেশে মানবাধিকার থাকতে পারে না। আজ মানবাধিকার লঙ্ঘিত। আমরা গুমের হিসাব দিয়েছি, বিচারবহির্ভূত হত্যার হিসাব দিয়েছি। আওয়ামী লীগ মনে করেছে— আমরা নির্যাতন করে মুখ বন্ধ রেখে পার পেয়ে যাচ্ছি। কিন্তু পার কি পেয়েছে? বিশ্ব জেনে গেছে, এ দেশে মানবাধিকার নেই— এটি গৌরবের বিষয় নয়। জাতিগতভাবে এটি আমাদের জন্য লজ্জার।’

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন, আবদুস সালাম আজাদ, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের শাহ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব টপ নিউজ ড. খন্দকার মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেন

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর