Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে অনলাইনে ক্লাস, সশরীরে পরীক্ষা

চবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ২২:৪৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সতর্কতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে এবং চলমান পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, আগামী মাসে (ফেব্রুয়ারি) ৬ তারিখ পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। সেশনজট নিরসনের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকবে। শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেনও চালু থাকবে। এছাড়া চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যাদের পরীক্ষা সময়সূচি দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হয়নি তাদের ব্যাপারে সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারির পরে হবে। আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে স্বাস্থ্যবিধি মেনে সেখানেই অবস্থান করবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চলবে। তবে ৫০ শতাংশ কর্মচারী প্রতিদিন অফিস করবেন। বাকি ৫০ শতাংশ ছুটিতে থাকবে। এভাবে পালাক্রমে চলবে। কারো জ্বর, সর্দি হলে সে অটো ছুটিতে থাকবে।

উল্লেখ্য, করোনা সতর্কতায় আগামী ২ সপ্তাহ (২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশের সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর