Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাফন পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের মৌন মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৫:৪০

মৌন মিছিল করে শাবিপ্রবি’র শিক্ষার্থীরা, ছবি: সারাবাংলা

শাবিপ্রবি: উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মৌন মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, আমাদের সহপাঠীরা অনশনরত এবং গুরুতর অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আমরা তাদের এ অবস্থায় রেখে নিরব থাকতে পারিনা। এ ভিসি পদত্যাগ না করলে আমরা লাশ হয়ে এখান থেকে ফিরব।

জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

সারাবাংলা/এনএস

মৌন মিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর