বুস্টার ডোজের পরও করোনায় আক্রান্ত এমপি একরামুল
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৯:০০
২২ জানুয়ারি ২০২২ ১৯:০০
নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ শেষ করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে সংসদ সদস্যের চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল বিকেলে (একরামুল করিম চৌধুরী) তার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারেনটাইনে আছেন।’
এমরানুর রহমান চৌধুরী আরও বলেন, ‘কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন তিনি।’
সারাবাংলা/এমও