Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুস্টার ডোজের পরও করোনায় আক্রান্ত এমপি একরামুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৯:০০

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ শেষ করেছেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে সংসদ সদস্যের চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল বিকেলে (একরামুল করিম চৌধুরী) তার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

এমরানুর রহমান চৌধুরী আরও বলেন, ‘কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন তিনি।’

সারাবাংলা/এমও

এমপি একরামুল নোয়াখালী-৪ বুস্টার ডোজ

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর