Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন সনদ ছাড়া খাবার বিক্রি, ১২ রেস্তোরাঁকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভ্যাকসিনের সনদ না দেখে গ্রাহকদের কাছে খাবার পরিবেশনের দায়ে ১২টি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নগরীর আগ্রাবাদ এলাকায় সিলভার স্পুন, দ্য কপার চিমনি, ওরিয়েন্ট ও কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর ওয়াসা মোড়ের কুটুমবাড়ি ও গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং দামপাড়া এলাকার হান্ডিকে ৫ হাজার ও ধাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আরও তিনটি রেস্তোরাঁকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করার উদ্দেশে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

সারাবাংলা/আরডি/এমও

জরিমানা ভ্যাকসিন সনদ রেস্তোরাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর