‘আওয়ামী লীগ-বিএনপির দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়’
২২ জানুয়ারি ২০২২ ২১:০৭
মুন্সীগঞ্জ: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামীতে কোনো আওয়ামী লীগ-বিএনপি না, এই দুই দলের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তাদের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। তাই আগামীতে জাতীয় পার্টি থেকে ৩০০ আসনে নমিনেশন দিয়ে নির্বাচন করবো।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সুপার মার্কেট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির ক্ষমতায় এলে দেশের বেকারত্ব দূর করা হবে। বর্তমান শিক্ষাব্যবস্থায় আইএ, বিএ, অনার্স, মাস্টার্স পাস করে এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি নাই। দেশের শিক্ষা ব্যবস্থা আমুল পরিবর্তন করে দেশে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যে শিক্ষায় মানুষের কাজ পাবে, যে শিক্ষায় মানুষের চাকরি পাবে সে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা জাতীয় পার্টি চালু করতে চায়।’
এছাড়াও বক্তব্যে মুজিবুর হক আওয়ামী লীগ ও বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। দলীয় নেতাকর্মীদের জাতীয় পার্টির প্রতি আনুগত্য ও দলের কার্যক্রম সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ অনেকে।
সারাবাংলা/এমও