রংপুর: করোনা মহামারি মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনে ক্লাস-পরীক্ষা এবং চলমান ভর্তি কার্যক্রম চলবে। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা থাকবে।
শনিবার (২২ ডিসেম্বর) রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেরোবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগে থেকেই অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমোদন নেওয়া আছে। তাই অনলাইনে বিভিন্ন সেমিস্টারের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সকল কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে।
একাডেমিক কাউন্সিলের সভা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে।
এর আগে, ২০২১ সালের ৫ ডিসেম্বর একাডেমিক কমিটির ৩৫তম সভায় সশরীরের (অফলাইন) পাশাপাশি অনলাইনেও সকল পরীক্ষা নেওয়া যাবে এরকম সিদ্ধান্ত হয়।