Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাটারায় ঝুপড়ি ঘরে আগুন, শিশুর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ২৩:২১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ভাটারা সাইদনগর পানির পাম্পের পাশে ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় রাবেয়া আক্তার মীম (১২) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টা ১৬ মিনিটে এ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে রাত ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। পরে ওই ঝুপড়ি ঘর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সাঈদনগর এলাকায় ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুন নির্বাপণের পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

আগুন ঝুপড়ি ঘরে আগুন মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর