এরদোগানকে নিয়ে মন্তব্য করায় তুর্কি সাংবাদিক আটক
২৩ জানুয়ারি ২০২২ ১০:৩৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সম্পর্কে মন্তব্য করায় দেশটির প্রথিতযশা সাংবাদিক সেদেফ কাবাসকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ জানুয়ারি) তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় সেদেফ কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ। এর কিছু আগে টেলিভিশনের অনুষ্ঠানে এরদোগানকে নিয়ে মন্তব্য করেন তিনি। যা পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে ৯ লাখ ফলোয়ার রয়েছে তার।
পরে আদালতের মাধ্যমে সেদেফ কাবাসকে গ্রেফতার দেখায় পুলিশ। প্রেসিডেন্টকে অপমান করার অপরাধে তুরস্কে এক থেকে চার বছরের জেল হয়।
এরদোগানের মুখপাত্র ফাহরেটিন আলতুন এক টুইটে বলেন, ‘একজন তথাকথিত সাংবাদিক একটি টেলিভিশন চ্যানেলে আমাদের প্রেসিডেন্টকে নির্লজ্জভাবে অপমান করছেন। যার লক্ষ্য ঘৃণা ছড়ানো।’
তিনি আরও বলেন, ‘আমি এই দাম্ভিকতার ও অনৈতিকতার তীব্রতম ভাষায় নিন্দা জানাই। এটা শুধু অনৈতিকই নয়, দায়িত্বজ্ঞানহীনও বটে।’
তবে সেদেফ কাবাসকে গ্রেফতারের সমালোচনা করেছে তুর্কি সাংবাদিক ইউনিয়ন। এ ঘটনাকে ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর আক্রমণ’ বলে অভিহিত করেছে সংগঠনটি।
সারাবাংলা/এনএস
তুরস্ক তুর্কি সাংবাদিক আটক রিসেপ তাইয়েপ এরদোগান সেদেফ কাবাস