Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৭:১২

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আমরা যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সোশ্যাল সেফটিনেট বিস্তৃত। আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলায প্রস্তুত রয়েছি। আমরা মনে করি যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে নাই। আমরা করোনা আগে যেভাবে মোকাবিলা করেছি। আগামীতেও সেভাবে মোকাবিলা করতে পারব।’

ব্যবসায়ীরা প্রণোদনা ঠিকমতো পাননি- এমন অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেসব প্রণোদনা দিয়েছি- এগুলো যাদের জন্য তারা অবশ্যই তা পাবে । যদি ডিলে (বিলম্ব) হয়ে থাকে তবুও সেটা বাতিল হয়ে যাবে না। কারণ বাতিলের কোনো ব্যবস্থা নেই।’

তিনি বলেন, ‘প্রণোদনা আমরা যে শর্তসাপেক্ষে দিয়েছি সেই শর্ত পূরণ করলে তারা সেটি পেয়ে যাবেন। এখানে ভুল বোঝাবুঝি আছে। হয়তো কোনো কারণ থাকতে পারে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর