Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে অনলাইন ক্লাস-পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৮:০৫

ঢাকা: করোনার ওমিক্রন পরিস্থিতি ঠেকাতে সরকারি তিতুমীর কলেজে শারীরিক উপস্থিতিতে সব ধরনের ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনলাইন ক্লাস ও পরীক্ষার ব্যাপারে দেওয়া হয়েছে নির্দেশনা।

শনিবার (২২ জানুয়ারি) অধ্যক্ষের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ দিকে সশরীরে ক্লাস বন্ধ ও অনলাইন ক্লাস চললেও কলেজের হল-ছাত্রাবাসগুলো খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ।

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তিতুমীর কলেজের সশরীরে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়টি বিভাগে অনলাইন ক্লাসের নোটিশ প্রদান করা হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সকল প্রকার পরীক্ষা চলমান থাকবে, এমনটিই গণমাধ্যমকে নিশ্চিত করেছে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সলিমুল্লাহ খোন্দকার।

সারাবাংলা/এনএসএম/একে

ওমিক্রন তিতুমীর কলেজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর