পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে তালেবানের আলোচনা শুরু
২৪ জানুয়ারি ২০২২ ০৯:০২
আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নেওয়ার পর এই প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন তালেবান প্রতিনিধিরা।
রোববার (২৩ জানুয়ারি) নরওয়ের ওসলোতে শুরু হওয়া ওই আলোচনা তিন দিন চলবে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সংকটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার এ নিয়ে এক দফা আলোচনা হয়েছে। যদিও ওই বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
তালেবানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক নারী আধিকারকর্মী বিবিসিকে বলেছেন, তালেবানের পক্ষ থেকে ভালো কথা বলা হয়েছে। এখনো দেখার বিষয় বাস্তবে তা কতখানি কাজ করে।
সোমবার (২৪ জানুয়ারি) এ সিরিজ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হচ্ছে। এদিন, তালেবান পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মার্কিন ব্যাংকে রাখা আফগানিস্তানের রিজার্ভ ফিরিয়ে নেওয়ার বিষয়টি স্থান পাবে।
অন্যদিকে, তালেবানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর এই আলোচনায় বসার বিরোধীতা করে ইউরোপজুড়ে বিক্ষোভ চলছে।
সারাবাংলা/একেএম