Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১১:৫৩

ফের তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনের (এডিআইজেড) ভেতর ঢুকে পড়েছে চীনের ৩৯টি যুদ্ধবিমান। এ ঘটনায় সরব হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি চীনের সঙ্গে তাইওয়ানের বিতর্ক চোখে পড়ার মতো বেড়েছে। ২০২১ সালে একাধিকবার তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। তবে ২০২২ সালে রোববারই (২৩ জানুয়ারি) প্রথম এ কাজ করল চীন।

তাইওয়ানের সামরিক মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ৩৪টি যু্দ্ধবিমান বা ফাইটার এবং একটি এইচ ৬ বোমারু বিমান ছিল ওই কনভয়ে।

তাইওয়ানের বক্তব্য, দেশের উত্তর-পূর্বে প্রটাস দ্বীপের দিকে উড়ে যায় বিমানগুলো। যে প্রটাস দ্বীপ তাইওয়ানের এডিআইজেডের মধ্যে পড়ে। চীনের বিমান আসার সঙ্গে সঙ্গেই তাইওয়ানের যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। চীনের বিমানকে চলে যাওয়ার রেডিও সিগন্যাল দেওয়া হয়। পাশাপাশি দেশের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমও সচল করে দেওয়া হয়।

এর আগে, ২০২১ সালের নভেম্বর মাসে ৫৬টি বিমানের একটি কনভয় পাঠিয়েছিল চীন। এখনো পর্যন্ত সেটিই সবচেয়ে বড় চীনের যুদ্ধবিমানের কনভয় বলে তাইওয়ান জানিয়েছে।

রোববারের ঘটনা নিয়ে তাইওয়ান মুখ খুললেও এখনো পর্যন্ত চীন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে চীন জানিয়েছিল, তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান পাঠানো নেহাতই রুটিন মহড়া। তাইওয়ান তাদের অংশ। ফলে সেখানে তারা যুদ্ধবিমান পাঠাতেই পারে।

সারাবাংলা/একেএম

চীন-তাইওয়ান

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর