Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টা আগুনে পুড়ল রামপুরা বিদ্যুৎ উপকেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১২:০৬

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরায় উলন পাওয়ার হাউসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। একঘণ্টা ধরে ওই সাব-স্টেশনটি আগুনে পুড়ছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ওই পাওয়ার হাউসে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাশেদ বিন খালিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমাদের তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে না।’

বিদ্যুৎ সাব-স্টেশনে আগুন লাগার পর মহানগর প্রজেক্ট ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডিপিডিসি সূত্র জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে গোড়ান সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম জানান, চার তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। এরপর আরও তিনটি ইউনিট বাড়তি রিজার্ভ রাখা হয়।

তিনি বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। কীভাবে আগুন লাগল তা তদন্ত শেষে বলা যাবে।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘আগুনে পুরো সাব-স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিজ্ঞাপন

দুই বছর আগে একই জায়গায় আগুন লেগেছিল বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ ফায়ার সার্ভিস বিদ্যুৎ উপকেন্দ্র রামপুরা

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর