Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২৩:০১

দিনাজপুর: শৈত্যপ্রবাহারে প্রভাব মাত্র কাটতে শুরু করেছে। এর মধ্যেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাতে শীত আরও তীব্র হয়ে ওঠার শঙ্কা চেপে বসেছে দিনাজপুরের হিলির খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে। এদিকে, আলুসহ বিভিন্ন ফসল নিয়ে দুশ্চিন্তাও ঘিরে ধরেছে কৃষকদের।

রোববার (২৩ জানুয়ারি) সকাল থেকে হিলির বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। এরপর সন্ধ্যা-রাতেও টিপটিপ বৃষ্টি ছিল, তবে তার পরিমাণ খুব একটা বেশি নয়।

বিজ্ঞাপন

বৃষ্টি বেড়ে গেলে পথে বসতে হবে বলে আশঙ্কা করছেন হিলির বৈগ্রামের আলু চাষী মমিনুল ইসলাম। তিনি বলেন, এই শীতের মধ্যে হঠাৎ বৃষ্টিতে খুব চিন্তায় আছি। শেষ মুহূর্তে যদি আলুতে ভাইরাস ধরা পড়ে, তাহলে তো শেষ। ১০ বিঘা জমিতে আলু চাষ করছি। এরকম আবহাওয়া থাকলে পথে বসে যাওয়া ছাড়া উপায় নেই।

অন্যান্য ফসলের আবাদ করা কৃষকরাও তাদের ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন। তবে এরকম হালকা হলেও কৃষকদের দুশ্চিন্তা করতে না করছেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা।

তিনি বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে অন্য ফসলের তেমন ক্ষতি না হলেও আলুর একটু সমস্যা হতে পারে। তবে আলুতে ছত্রাকনাশক স্প্রে করলে আলুও ঠিক থাকবে। আমরা এসব বিষয় নিয়ে কৃষকদের সচেতনতার জন্য মাঠ পর্যায়ে প্রচারণা চালাব।

এদিকে, শীতের তীব্রতার মধ্যে বৃষ্টির ঝাপটা নিম্ন আয়ের মানুষদের জন্য ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। হিলির রিকশাচালক রুবেল বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। মানুষের চলাচল না থাকায় কামাই (উপার্জন) কম হয়েছে। প্রতিদিন যেখানে চার থেকে পাঁচশ টাকা কামাই হয়, সেখানে এখন পর্যন্ত (সন্ধ্যা পর্যন্ত) মাত্র একশ টাকা পেয়েছি।

বিজ্ঞাপন

হিলির ছাতনী গ্রামের রঞ্জু নামের একজন দিনমজুর বলেন, বৃষ্টির কারণে কাজ করতে পারিনি। বৃষ্টি আরও দুয়েক দিন হলে আরও দুয়েকদিন বসেই থাকতে হবে। তাহলে পরিবার চালাব কীভাবে?

বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়বে বলে জানালেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনর্চাজ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, রোববার হিলিসহ পুরো দিনাজপুর জেলাতেই দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে এবং শীতের তীব্রতা বাড়বে। তবে এরকম আবহাওয়া হয়তো দুয়েকদিনের বেশি থাকবে না।

সারাবাংলা/টিআর

আলু নিয়ে শঙ্কা গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর