Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১২:১৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১২:৫৭

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

রোববার (২৩ জানুয়ারি) ওই হামলা চলে বলে জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

স্থানীয় সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস আহত ব্যক্তির পরিচয় জানতে তৎপর রয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বার অন্য দেশের নাগরিক আহত হলেন। ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী।

প্রসঙ্গত, এই বাহিনী ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে। গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে নজিরবিহীন এক হামলা চালায় হুতিরা। তাতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন।

সারাবাংলা/একেএম

সৌদি আরব হুতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর