Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনা নিয়ে ১ মৃত্যু, নতুন সংক্রমণ ৭৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১২:২১

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনরা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টার এই তথ্যসহ দিনাজপুর জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যু হলো ২৯২ জনের। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩০৭ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬৩২ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩৮৩ জন।

সিভিল সার্জন জানান, বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ১৪ জন।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় মৃত্যু দিনাজপুর

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর