Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১২:৪১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৩:৫০

ফাইল ছবি: ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এরইমধ্যে ড. মুহম্মদ ইউনূসের ক্রেডিট কার্ডের লেনদেনসহ সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রয়োজনে তথ্য চাওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, গত বৃহস্পতিবার তার ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে প্রতিটি ব্যাংকের কাছে চিঠি পাঠায় বিএফআইইউ। আগামীকাল মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে বিএফআইইউকে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের যে কোনো ধরনের রেকর্ড পাঠাতে বলা হয়েছে।

এর আগে ২০১৬ সালে একবার ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই ব্যাংকটিতে এমডির দায়িত্ব পালন করে আসছিলেন ড. ইউনূস।

২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান তিনি। তবে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে ২০১১ সালে সরকার তাকে এমডি পদ থেকে সরিয়ে দেয়। সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউনূস উচ্চ আদালতে গেলে হেরে যান।

সারাবাংলা/জিএস/একে

ড. মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর