Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটক করেছে বিদ্রোহী সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১৪:৫৮

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ কাবোরকে আটক করেছে বিদ্রোহী সেনা সদস্যরা। দেশটির নিরাপত্তা বাহিনীর দু’টি সূত্র এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক সোমবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার রাতে দেশটির রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। রয়টার্সের খবর।

সোমবার সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে তার ব্যক্তিগত নিরাপত্তা বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান বুলেটবিদ্ধ দেখা যায়। এর মধ্যে একটিতে রক্তের দাগ দেখা যায়। প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশের বাসিন্দারা রাতভর প্রচণ্ড গোলাগুলির খবর বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন।

এদিকে রোববার দিনভর বেশ কয়েকটি সেনা শিবিরে অবিরাম বন্দুকযুদ্ধের খবর প্রকাশ হওয়ার পর সেদেশে সামরিক অভ্যুত্থান চলছে বলে ধারণা করা হয়। তবে বুরকিনা ফাসোর সরকার সামরিক অভ্যুত্থানের তথ্য অস্বীকার করে। গুলিবর্ষণের খবরকেও গুজব বলে আখ্যায়িত করে।

গত কয়েক মাস ধরে পশ্চিম আফ্রিকার দেশটিতে ইসলামিক স্টেট ও আল কায়দা বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এসব জঙ্গিবাদের বিরুদ্ধে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী আরও কার্যকর লড়াই করতে ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে।

রোববার বিদ্রোহী সেনাদের সমর্থন দিতে রাস্তায় নামেন বহু মানুষ। তারা প্রেসিডেন্ট রচ কাবারের রাজনৈতিক দলের কয়েকটি কার্যালয় ভাঙচুর করে। পরে রাত আটটার দিকে দেশে কারফিউ জারি করে সরকার।

সারাবাংলা/আইই

টপ নিউজ বুর্কিনা ফাসো


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর