Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ কোটি টাকার হেরোইন উদ্ধার: বিদেশি নাগরিক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৬:২০

লেসেডি মোলাপিসিকে আদালতে নেওয়া হয়, ছবি: সারাবাংলা

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কোটি টাকার হেরোইনসহ আটক বাতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

আরও পড়ুন: শাহজালালে ২০ কোটি টাকার হেরোইনসহ বিদেশি নাগরিক আটক

তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। এর আগে গত ২৩ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসামি আটক করা হয়।

জানা গেছে, বিদেশি নাগরিকের কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে সকল পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়। যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্স যোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাকে আটক দেখানো হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

বাতসোয়ানা বিদেশি নাগরিক লেসেডি মোলাপিসি হেরোইন উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর