Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি সদস্যের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৭:১৫

ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার আমগাঁও উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন খসরুর বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

আমগাঁও উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য স্কুলের সামনে স্থাপনা তৈরি করে দোকান ঘর তুলেছে। এ ব্যাপারে তাকে বার বার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি।

আমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ‘জমিটি স্কুলের মালিকানা জমি। নব-নির্বাচিত ইউপি সদস্য জোরপূর্বক স্থাপনা তুলে। বিষয়টির সুরাহা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছি।’

নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ‘আমার মালিকানা জমিতে ঘর তুলছি, এখানে অনেক আগে থেকেই আমার ঘর ছিল। স্কুলের কাগজপত্র থাকলে তারা তা দেখাবেন।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। এক পক্ষ এসেছে, আরেক পক্ষ স্কুলের প্রধান শিক্ষক আসেনি, আবার নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

আমগাঁও উচ্চ বিদ্যালয় ইউপি সদস্য জমি দখল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর