Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৯:১৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলায় এক স্কুলছাত্রীর মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে খোকন চন্দ্র শর্মা (৫০) নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর মেয়ে পড়াশোনার সুবাদে নিয়মিত স্কুলে গিয়ে মেয়ের খোঁজ-খবর নিতো। এর সুযোগ নিয়ে স্কুলশিক্ষক ভুক্তভোগীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় টাকার লোভ দেখাতেন। সম্প্রতি স্কুল শিক্ষক খোকন চন্দ্র ওই নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিক্ষক খোকন পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘শিক্ষক খোকন আমাকে প্রায় সময়ে কুপ্রস্তাব দিতো। আমি রাজি না হওয়ায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিচার দেই, কিন্তু তারা সমাধানে ব্যর্থ হন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত শিক্ষক খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, আমার তদন্তকারী অফিসারের তথ্য মতে ঘটনাটি ঘটেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়। এ ব্যাপারে ৩০ হাজার টাকার একটা লেনদেনও হয়েছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হতো। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।’

সারাবাংলা/এমও

ধর্ষণচেষ্টা ধর্ষণচেষ্টার অভিযোগ শিক্ষক স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর