বগুড়া: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পল্লী চিকিৎসক রাসেল আহমেদ (৩০)। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকার মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
রাসেল উপজেলার ২নং ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহমেদ তার ভাগ্নিকে নাটোরের সিংড়ায় রেখে রণবাঘার দিকে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। এসময় বাঁশের ব্রিজ এলাকার মাঝামাঝি স্থানে বসুন্ধরা বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল আহমেদ নিহত হয়েছেন। তার লাশটি বাড়িতে নিয়ে আসা হয়েছে।’