বাড়ি ছেড়ে নাম পাল্টেও শেষ রক্ষা হলো না ‘ধর্ষকের’
২৫ জানুয়ারি ২০২২ ১১:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রতিবেশি শিশুকে ধর্ষণের পর পাঁচ বছর ধরে পালিয়ে থাকা মো. শিপন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে নাম পাল্টে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল ওই যুবক। পলাতক অবস্থায় সিএনজি অটোরিকশা চালাত সে।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের হাটহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
গ্রেফতার মো. শিপন চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের মো. সেলিমের ছেলে।
২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি পাঁচ বছর বয়সী প্রতিবেশি শিশুকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে শিপনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা করা হয়েছিল।
র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ধর্ষণের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শিশুটির মা বাদি হয়ে মামলা করেন। ঘটনার পর শিপন এলাকা ছেড়ে পালিয়ে যায়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গিয়ে সে আত্মগোপন করে থাকে। নিজের নাম পাল্টে রহিম রাখে। সর্বশেষ আনোয়ারা উপজেলায় এসে অটোরিকশা চালানো শুরু করে। রহিম নামেই তাকে সবাই সেখানে চেনে।’
অটোরিকশার যাত্রী সেজে আনোয়ারার চৌমুহনী এলাকা থেকে শিপনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। তিনি আরও জানান, শিপনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বর্তমানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।
সারাবাংলা/আরডি/এসএসএ