Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

জয়পুরহাট: আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আন্তু মিয়া (৫০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালক নাম আন্তু মিয়া আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভ্যানচালক আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। ভ্যান রেখে তিলকপুর বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। সেসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি সাইদুর রহমান বলেন, ‘স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ট্রেনের ধাক্কা ভ্যানচালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর