Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো ফার্ম দিয়ে ইভ্যালির অডিট করতে পারবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৭:০২

ফাইল ছবি

ঢাকা: দেশের যেকোনো স্বনামধন্য অডিট ফার্মকে দিয়ে ইভ্যালির সম্পত্তির অডিট করাতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন জানান, আদালতের আগের আদেশে কেপিএমজিকে দিয়ে ইভ্যালির সম্পত্তি অডিট করতে বলেছিলেন। বোর্ড আদালতে জানান, এ প্রতিষ্ঠান অডিট করতে খরচ ধরেছে ৮৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, এর থেকে কমে তারা অডিট করতে পারবে না। শুনানি শেষে আদালত বলেছেন, বোর্ড যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান দিয়ে অডিট করাতে পারবে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

ইভ্যালি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর