Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২ ১৭:৫১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৯:১৩

প্রতীকী ছবি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। সাগরে নৌকায় শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় (হাইপোথার্মিয়া) তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ইতালিয়ান বার্তাসংস্থা এএনএসএ এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক। অভিবাসী নৌকাটি দুই-তিন দিন আগে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিল।

এএনএসএ’র খবরে বলা হয়, জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও তার বিবৃতিতে বলেন, ‘আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটলো। আবারও আমরা নির্দোষ ভুক্তভোগীদের মৃত্যুতে শোকাহত। সিসিলিয়ান শহর এগ্রিজেন্টোর প্রসিকিউটররা সাত জনের মৃত্যুর তদন্ত শুরু করেছেন।’

মৃত বাংলাদেশিদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সারাবাংলা/আইই

টপ নিউজ ভূমধ্যসাগর

বিজ্ঞাপন

‘সময় এখন ভালো যাচ্ছে না’
৮ জুলাই ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর