Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেকের বেশি নমুনা ‘পজিটিভ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ২০:১৭

বগুড়া: জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ। দুই সপ্তাহের ব্যবধানে সংক্রমন বেড়েছে তিন গুনেরও বেশি। সর্বশেষে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জেলায় সর্বোচ্চ শনাক্তের হার। এছাড়াও, একই সময়ের মধ্যে চলতি মাসে করোনায় দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ২০০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ২। এর আগের দুই দিন শনাক্তের হার ছিল যথাক্রমে ৩৫ ও ৪৮ দশমিক ৬৫।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে চলতি মাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায় ১২ জানুয়ারি জেলায় শনাক্তের হার ছিল ১৬ শতাংশ।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর