Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙার প্রস্তুতি চলছে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ০৮:৪৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১০:৫৯

এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের এ অনশন ভাঙাবেন বলে জানা গেছে। এ সময় মেডিকেলে থাকা ২০ অনশনকারীসহ ২৮ অনশনরত শিক্ষার্থীকে একসাথে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে।

এর আগে ভোরে ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমার কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

সারাবাংলা/এএম

শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর