Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে গণঅবস্থানে বাম সংগঠনগুলো

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৬:১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচি থেকে তারা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের এই ‌গণঅবস্থান কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ একাধিক বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

কর্মসূচি চলাকালে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আর্কিটেকচার সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আশা)’ একাত্মতা জানিয়ে শাহবাগে অবস্থান নেয়।

শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন পদত্যাগ করার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবেন জানিয়ে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শাবিপ্রবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজকের আমাদের অবস্থান কর্মসূচিতে শিক্ষক, ‌অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারপরও যদি ভিসি পদত্যাগ না করেন, আমরা লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করব।

শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সরকারি কৌশলকে শাবিপ্রবি শিক্ষার্থীরা ব্যর্থ করে দিয়েছেন উল্লেখ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজ (বুধবার) আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা আজ সকালে তাদের ১৬৩ ঘণ্টার অনশন ভাঙলেও উপাচার্য পদত্যাগ না করা আমরা অবস্থান কর্মসূচি পালন করব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ আন্দোলনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষক-ভিসি নিয়োগে যেসব অনিয়ম হয় সেগুলোকেও সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সরকারি চিরাচরিত কৌশলকে তারা ব্যর্থ করে দিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েই আজ আমাদের এই অবস্থান।

সারাবাংলা/আরআইআর/টিআর

গণঅবস্থান কর্মসূচি শাবিপ্রবি আন্দোলন শাবিপ্রবি উপাচার্য শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর