Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৯:৪২

প্রতীকী ছবি

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা এলাকায় বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার নারীসহ পাঁচ যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরও এক জন আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে বগুড়ার দিকে আসা হানিফ পরিবহনের একটি বাস মীর্জাপুরের আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি শেরপুর থেকে চান্দাইকোনার দিকে যাচ্ছিল। পথে বিকেল পাঁচটার দিকে বাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় নারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। মৃতরা সকলেই অটোরিকশার যাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত এক জনকে হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়।

শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, তারা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন। হাইওয়ে পুলিশ হানিফ পরিবহনের বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

হাইওয়ে পুলিশের এসপি মুন্সি সাহাবুদ্দিন জানান, ৫ জন নিহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তাদের পুর্নাঙ্গ পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রীর মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর