Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন চালুর পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ২২:১৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘বেসরকারি পর্যায়ে করোনা ভ্যাকসিন চালু করার পরিকল্পনা সরকারের আপাতত নেই। বর্তমানে দেশে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র সরকারিভাবে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। বেসরকারি পর্যায়ে কোনো করোনা ভ্যাকসিন প্রদান করা হয় না। আপাতত বেসরকারি পর্যায়ে করোনা ভ্যাকসিন চালুর ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই।’

জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য অধিদফতরের অনুমতি নিয়ে ঢাকা মহানগরীতে ৩১টি, চট্টগ্রামে ৬টি, ময়মনসিংহে ১টি, রাজশাহীতে ১টি, রংপুরে ২টি এবং খুলনায় ১ টিসহ মোট ৪২টি হাসপাতালে করোনা চিকিৎসার কার্যক্রম চলছে।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ৮ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৬৮৬ জন করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এ সময়ে ৯ কোটি ৩ লাখ ৯১ হাজার ৮৩৮ জনকে প্রথম ডোজ এবং ৫ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৩৮ জনকে দ্বিতীয় ডোজ এবং ৭ লাখ ৯৭ হাজার ৯শ জনকে বুস্টার ডোজসহ সর্বমোট ১৪ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭৭৬ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না থাকায় রেজিস্ট্রেশনের চেয়ে ভ্যাকসিন প্রদান বেশি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর