চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১২১ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একইসময়ে মৃত্যু হয়েছে দু’জনের।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৭৯৭ জন নগরীর এবং ৩২৪ জন উপজেলার বাসিন্দা।
মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে হাটহাজারীতে সবচেয়ে বেশি ৪৭ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৪২ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪৫৫ জন আক্রান্তের তথ্য এসেছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যায়।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৬। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫০।