মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
২৭ জানুয়ারি ২০২২ ১৩:০৩
ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়ালেস গেট রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসএই) আলমগীর হোসেন জানান, আজ সকালে ওয়ালেস গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে কয়েকজন যুবক তাকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তি রেল লাইনের উপড় বসে ছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো কর্ণপাত করেনি তিনি। পরে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ওই ব্যক্তির পরনে ছিল কালো সোয়েটার ও চেক লুঙ্গি।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এসএই আলমগীর হোসেন।