হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৫:৪৩
২৭ জানুয়ারি ২০২২ ১৫:৪৩
দিনাজপুর: ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুর রহমান লিটন বলেন, গতকাল বুধবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও তা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রাক বন্দর প্রবেশ শুরু করেছে বলে জানিয়েছেন আব্দুর রহমান লিটন।
সারাবাংলা/এনএস