Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার অন্ধ তাই ভুল পথে হাঁটছে: ডা. জাফরুল্লাহ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৭:৫২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৯:১৯

সুনামগঞ্জ: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইস্যু নিয়ে বলেন, সরকার অন্ধ তাই ভুল পথে হাঁটছে। তাদের উচিৎ ভিসিকে সরিয়ে দেওয়া।

শিক্ষামন্ত্রীর পদক্ষেপে ভুল ছিল উল্লখ্য করে জাফরুল্লাহ বলেন, আন্দোলনের প্রথম দিনই তার ঘটনাস্থলে যাওয়া উচিৎ ছিল। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে যাননি।

একইসঙ্গে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করায় ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এবং বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের ব্যাপারে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ জানে তাদের কার্যকলাপ। বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালিয়ে তা লুকানো যায় না। সরকারের উচিৎ র‍্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর