সাত তলার ছাদে ঘুড়ি ধরতে গিয়ে শিশুর মৃত্যু
২৭ জানুয়ারি ২০২২ ১৯:২১
ঢাকা: রাজধানীর সূত্রাপুরের অল্টার রোডের একটি বাসার সাত তলায় ছাদে ঘুড়ি ধরতে গিয়ে সালভী আল জিজাদ (১০) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
মৃত জিহাদের খালু মো. মাসুম জানায়, জিহাদ সুত্রাপুর অল্টার রোডে সাত তলা বাসায় বাবা শাহ আলম ও মা জিয়ানমিন আক্তারের সঙ্গে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে জিহাদ ছিল ছোট। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো জিহাদ। জিহাদের বাবা শাহআলম স্থানীয় একটি ঢালাই কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।
মাসুম আরও জানান, বিকালে জিহাদ তার সমবয়সী কয়েকজনের সঙ্গে বাসার সাত তলার ছাদে যায়। সেখানে একটি ঘুড়ি ছিঁড়ে এসে ছাদের কার্নিশে বেঁধে ছিল। এই ঘুড়ি আনতে গেলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সূত্রাপুর থানায় অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও