।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ।।
ঢাকা : কোটা সংস্কার দাবির আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জবি শাখা ছাত্রলীগ।
বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে জবি ক্যাম্পাসে ছাত্রলীগের বাধার মুখে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিতে বাধ্য হয় পুরান ঢাকার আন্দোলনকারীরা। এতে মিছিলে মিছিলে উত্তাল হতে থাকে তাঁতীবাজার মোড়। পরে বেলা পৌনে ১ টার দিকে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল এর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ তাঁতীবাজার মোড়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতার ঘোষণা দেন। এ সময় তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বলেন, ‘ছাত্রলীগ আন্দোলনে সংহতি জানিয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই।’
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, ‘কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে আমরা ছাত্রদের সঙ্গে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ৈ যেতে হবে। আন্দোলনের সুফল নিয়েই আমরা ক্লাসে ফিরে যেতে চাই।’
সারাবাংলা/একে