Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপমাত্রা কমবে ২-৪ ডিগ্রি, মধ্যমাঘে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস

সিনিয়র নিউজরুম এডিটর
২৮ জানুয়ারি ২০২২ ০৯:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মধ্যমাঘের বৃষ্টিপাতের পর দ্রুত নামছে ‍শুরু করেছে তাপমাত্রার পারদ। শুক্রবার (২৮ জানুয়ারি) সারা দেশে অস্বাভাবিক মাত্রায় কমবে তাপমাত্রা। জেঁকে বসবে শীত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াল হ্রাস পেতে পারে। তবে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী ঢাকার তাপমাত্রা এক দিনের ব্যবধানে শুক্রবার ১২-১৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ৫-৬ দিন জেঁকে বসবে এবারের শৈত্যপ্রবাহ। চলতি মাসের শেষ পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বাড়বে না, অর্থাৎ দিনের বেলাতেও থাকবে শীতের আমেজ। বেশিরভাগ জেলায় তাপমাত্রা নামবে ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

সারাবাংলা/এএম

আবহাওয়া শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর