Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিন্নমতে প্রতিহিংসার কারণে চিকিৎসার খরচে প্রসঙ্গ এনেছেন সিইসি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৫:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার [ফাইল ছবি]

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চিকিৎসাব্যয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার পেছনে ভিন্নমতের কারণে প্রতিহিংসা দেখছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলছেন, বিধি অনুযায়ীই তার চিকিৎসার খরচ নির্বাহ করা হয়েছে। আর অন্য কমিশনারসহ সিইসি নিজেও চিকিৎসার জন্য টাকা নিয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) ‘চিকিৎসার অর্থ ব্যয় সম্পর্কে আমার বক্তব্য’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মাহবুব তালুকদার এসব কথা বলেছেন।

মাহবুব তালুকদার বলেন, গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন ভবনে এক প্রেস কনফারেন্স করে আমার চিকিৎসার ব্যয় বছরে ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি খরচের প্রকৃত হিসাব দেননি। তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি বলে উল্লেখ করে বলেছেন, আমি কখনো আইসিইউতে বা কখনো সিসিইউতে থাকি। কিন্তু ইচ্ছা করলেই কেউ আইসিইউ বা সিসিইউতে থাকতে পারে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ‘মাহবুব তালুকদারের চিকিৎসায় বছরে ইসির খরচ ৪০ লাখ টাকা’

এ সংক্রান্ত বিষয়ে সঠিক ও বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে অবহিত করা প্রয়োজন বলে মনে করেন মাহবুব তালুকদার। তিনি বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রকৃতপক্ষে আমি নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার কালক্রমে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। আমি সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ে এর চিকিৎসা করিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চার জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দুই দফা শারীরিক পরীক্ষা করে তারপর সর্বসম্মতিক্রমে আমাকে বিদেশে চিকিৎসার অনুমোদন দিয়েছেন।

চিকিৎসার জন্য গত দুই বছরে নিজ খরচে দেশের বাইরে গিয়েছেন জানিয়ে মাহবুব তালুকদার বিজ্ঞপ্তিতে বলেন, নির্বাচন কমিশনারদের চিকিৎসাবিধি অনুযায়ী আমার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়েছে। তবে গত দুই বছরে আমি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাইনি। বরং এই দুই বছরে চিকিৎসার জন্য সম্পূর্ণ নিজের খরচে আমি আমেরিকা গিয়েছি।

সিইসিসহ অন্য কমিশনারদের চিকিৎসাব্যয় নিয়ে তিনি বলেন, বর্তমানে কর্মরত নির্বাচন কমিশনার এবং অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা সবাই প্রাপ্যতা ও বিধি অনুযায়ী কমিশন থেকে চিকিৎসার খরচ নিয়ে থাকেন। কে এম নূরুল হুদা নিজেও নির্বাচন কমিশন থেকে চিকিৎসার জন্য টাকা নিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার হিসেবে অসুখের যথাযথ চিকিৎসা পাওয়া আমার মৌলিক অধিকার। চিকিৎসার কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। নির্বাচন বিষয়ে আমার ভিন্নধর্মী অবস্থানের জন্য সিইসি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসার বিষয় উল্লেখ করে আমার বিরুদ্ধে এহেন নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন।

সারাবাংলা/জিএস/টিআর

কে এম নুরুল হুদা চিকিৎসাব্যয় চিকিৎসার খরচ প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সিইসি

বিজ্ঞাপন

লক্ষ্য হোক একটাই: দক্ষতা
৭ জুলাই ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর