পূবাইলে নাগদা নদী খনন কাজের উদ্বোধন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪৩
২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪৩
গাজীপুর: মহানগরীর পূবাইল থানা এলাকায় নাগদা নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ৪২নং ওয়ার্ডের বিন্দান এলাকায় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ২২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে নাগদা নদী খনন কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান ও গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সারাবাংলা/এমও