Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের সুন্দর পরিবেশ পেয়েছি: বুবলি

আহমেদ জামান শিমুল
২৮ জানুয়ারি ২০২২ ১৭:১৫

ঢাকা: দারুণ উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। অনেকদিন পর এফডিসিতে এসে ভালোই লাগছে। শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে দুই বছর পর পর আমাদের মিলনমেলা হয়। এ দিনটি আমাদের আনন্দের। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট দিয়ে এভাবেই বললেন চিত্রনায়িকা বুবলী।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সবাইকে পেয়ে ভালো লাগছে। যারা উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দিয়েছি। আশা করি, যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবেন।’

নির্বাচনে কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পীদের নির্বাচন নিয়ে যেসব আলোচনা হচ্ছে এটি স্বাভাবিক। এতটুকু হতেই পারে। ভোট দিতে এসে সুন্দর পরিবেশে পেয়েছি। ভোটের দিন দুটি প্যানেল হলেও নির্বাচনের পরের দিন আমরা সবাই সমান। শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।’

শাকিব খানে নির্বাচনের সময় দেশে থাকলে কী প্রভাব বিস্তার করতে পারতেন? এ নিয়ে বুবলি বলেন, ‘উনি এত বড় তারকা। ওনাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। পদগুলোতে লড়াই করছেন ৪৫ জন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুণ। দুটি সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মাসুম পারভেজ রুবেল, ডিএ তায়েব, ডিপজল ও রিয়াজ।

চলচ্চিত্র শিল্পীদের পেশাগত স্বার্থ রক্ষার্থে গঠিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বা সংগঠন। ১৯৮৪ সালে গঠিত হয় সংগঠনটি। তবে শিল্পীদের এই সংগঠনের ইতিহাস আরো সুপ্রাচীন। ভারত উপমহাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত ভারত চলচ্চিত্র সমিতির মাধ্যমে। ১৯৩৮ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় চিত্র ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। এরপর ১৯৩৯ সালে কলকাতায় নিখিল বঙ্গ চলচ্চিত্র সংঘ নামে আরএকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৫২ সালে পূর্ববঙ্গ চলচ্চিত্র সমিতি নামে আরেকটি সংগঠন গঠিত হয়।

সারাবাংলা/এজেডএস/একে

ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতি চিত্রনায়িকা বুবলি নির্বাচন মিশা সওদাগর


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর