ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টা পর গ্রেফতার হয়েছেন হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী খোরশেদ আলম মাসুদ। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্র্যাব নেতৃবৃন্দ।
সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রসঙ্গত, বুধবার রাতে মগবাজারের নিজ বাসায় এমদাদের ওপর হামলা চলে। রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে চিকিৎসা নেন। পরে, হাতিরঝিল থানায় ২৭ জানুয়ারি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।