Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবলার চরে মৃত বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৯:৪৮

বাগেরহাট: সুন্দরবনের দুবলার চর থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বার্ধক্যজনিত কারণে রুগ্ন বাঘটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছে বন বিভাগ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা রুপার খাল এলাকার চরে বাঘটিকে মৃত দেখতে পেয়ে উদ্ধার করেন।

এ ব্যাপার সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুই-এক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘটি রোগাক্রান্ত। বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণত ১৫-২০ বছর বাঁচে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাথা সংগ্রহ করে ঢাকায় বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে বলে জানান ওই বন কর্মকর্তা।

সারাবাংলা/একেএম

সুন্দরবন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর