Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সফরে যাবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ২২:৪৪

ইলাস্ট্রেশন । সাউথ চায়না মর্নিং পোস্ট

নিরাপত্তা ইস্যু নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে মিলিত হতে চীনে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পশ্চিমাদের কাছে উত্থাপিত রাশিয়ার দাবিগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ হবে।

এদিকে, বেইজিংয়ে ৪ ফেব্রুয়ারি থেকে শীতকালীন অলিম্পিক আসর বসতে যাচ্ছে। তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তার সাইডলাইনে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান অচলাবস্থা নিয়ে দীর্ঘ আলোচনার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এমন এক সময়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে, যখন মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্রমাবনতি ঘটছে।

প্রসঙ্গত, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং অলিম্পিক বয়কটের ডাক দেয় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো।

সারাবাংলা/একেএম

টপ নিউজ পুতিন শি জিনপিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর