Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ২৩:৩৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১১:২২

ঢাকা: অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক পদে রওনক হাসান নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ এই ফল ঘোষণা করেন।

তিনি বলেন, মোট ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪২জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৮টি ভোট বাতিল হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট) ইকবাল বাবু (৩৭৪ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট) জামিল হোসেন (৩৩৮ ভোট), সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম (৩২৫ ভোট), অর্থ সম্পাদক মুহাম্মদ নূর-এ-আলম নয়ন (৪১২ ভোট), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (৫২০ ভোট), অনুষ্ঠান সম্পাদক রাশেদুল মামুনুর রহমান অপু (৪৪৫ ভোট), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর (৪৬৩ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (৩৫৮ ভোট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১৫ ভোট)।

বিজ্ঞাপন

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— হাফিজুর রহমান (হিমে হাফিজ), সুচনা শিকদার, আইনুন পুতুল, শামস সুমন, আশরাফুল আলম খান, তানভীর মাসুদ, মাজনুন মিজান।

সারাবাংলা/একে

টপ নিউজ শিল্পী সংঘ