Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলারুশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২ ১৬:৪৭

প্রতিবেশী বেলারুশে ১২টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করেছে রাশিয়া। শনিবার (২৯ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বেলারুশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে ১২টি পান্তসির-এস মোতায়েন করা হয়েছে। এর প্রতিটিতে রয়েছে ১২টি করে ক্ষেপণাস্ত্র। রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে একটি কার্গো ট্রেনে করে এসব অস্ত্র বেলারুশে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার তৈরি স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পান্তসির-এস। এ ব্যবস্থা আকাশে ২৫ থেকে ৩৬ কিলোমিটার দূরের বস্তুকে শনাক্ত করতে সক্ষম। প্রতিটি পান্তসির-এস এ রয়েছে একটি করে রাডারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা।

ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিবেশী বেলারুশেও অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনকে তিন দিকে ঘিরে ফেলতে রাশিয়া কৃষ্ণ সাগর ও মিত্র দেশ বেলারুশে ব্যাপক অস্ত্র মোতায়েন করছে। যদিও রাশিয়া বরাবরই ইউক্রেনে সামরিক অভিযানের কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করে আসছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন পান্তসির-এস রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর